কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত ২৬ কুড়িগ্রাম-২ আসনের হাত পাখা মার্কার সংসদ সদস্য পদ প্রার্থী।
তিনি আওয়ামীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলীর প্রতিটি সমাবেশের
মঞ্চ কাপানো নেতা ছিলেন এই মাওলানা সাহেব। সাবেক সংসদ সদস্য জাফর আলীর প্রতিটি সামাবেশ ও নির্বাচনী জনসভাতেও তিনি ছিলেন মঞ্চ কাপানো নেতা। জনগনে মুখে মুখে এই নাম ধারী আওয়ামী নেতা কিভাবে চরমোনাই হুজুরের প্রার্থী হন। নৌকার প্রচারনায় ব্যস্ত থাকতেন ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী এই নুর বখত হুজুর এখন তিনি হাতপাখার প্রচারণায় ব্যস্ত।https://www.facebook.com/share/v/1FPFzvv3vr/
চরমোনাই মনোনিত কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে কুড়িগ্রাম-২ আসনের জন্য প্রার্থী মনোনয়ন করেছে পীর সাহেব চরমোনাই হুজুর।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.