
শাহজামাল শাওন, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম শহর শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঈদ পূনর্মিলনী।
আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, মাওঃ আব্দুল মতীন ফারুকী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, অ্যাড. ইয়াসিন আলী সরকার। সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম শহর শাখার সম্মানিত আমীর, মোঃ আবদুস সবুর খান। সঞ্চালনায় মাওঃ মতিউর রহমান, সেক্রেটারী, কুড়িগ্রাম শহর শাখা।
অপর দিকে একই সময় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এমএ মজিদ কারিগরি কলেজে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা মশিউর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল জলিল প্রমূখ।
একই দিনে কুড়িগ্রাম সদর উপজেলায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।