
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা এপ্রিল (মঙ্গলবার) হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে হোমনা উপজেলা শাখার আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী কুমিল্লা-২ (হোমনা-মেঘনা), সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর সরকার, নায়েবে আমীর, কুমিল্লা উত্তর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মাওলানা মোঃ সাইদুল হক, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাওলানা সাখাওয়াত হোসেন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা, কাজী মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, রাজনৈতিক ও নির্বাচন কর্মপরিষদ সদস্য, হোমনা উপজেলা, মাওলানা মোঃ জাকারিয়া মোল্লা, সহকারী সেক্রেটারি, হোমনা উপজেলা, মাওঃ মোঃ জায়েদুর রহমান মজুমদার, এসিস্ট্যান্ট সেক্রেটার বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা, মাওঃ মোঃ নুরুল ইসলাম, বারাকাত গাজী, শুরা ও কর্মপরিষদ সদস্য বায়তুলমাল সম্পাদক, বসুন্ধরা থানা, ঢাকা মহানগরী উত্তর, অধ্যাপক মোঃ বশির আহমেদ, সাবেক ছাত্রনেতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রুকন, যাত্রাবাড়ি থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোঃ মামুন, থানা কর্ম পরিষদ ও মজলিসের সূরা সদস্য আইন ও সমাজকল্যাণ সম্পাদক, কলাবাগান থানা ঢাকা মহানগরী দক্ষিণ এবং আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কর্মী এবং অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।