টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ২ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ৫ই আগষ্টের আগ মুর্হূতে আমার ছেলে রাকিন উদ্দিন সরকারকে কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিলো। শুধু তাই নয় আমার বাড়ীর ডাইভার, পিয়ন ও অফিসের ম্যানেজারসহ অনেককে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছিলো। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আজকে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। শনিবার (২৯মার্চ) চেরাগআলী স্কুইব রোড এলাকায় তার নিজ বাসভবনের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের কাপড় বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে মামলা হতো। তার দোসররা বাড়ীঘর ভাঙচুর করতো। আজকে সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের কোন অস্তিত্ব নেই। আজ জানতে পারছি শেখ পরিবারের সব সদস্য জনগনের অর্থ চুরি ও লুটপাটের সাথে জড়িত। তারা দেশ থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে।
গাজীপুর মহানগর যুবদলরে যুগ্ম আহ্বায়ক শেখ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন, রাকিন উদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবদলরে আহ্বায়ক সাজেদুল ইসলাম ও মহানগর তাতীদলের সভাপতি তাইজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদের কাপড় বিতরণ করা হয়।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.