লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জলাশয়ে মাছ ধরতে গিয়ে দুই দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে।
স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতি আগে কখনও ঘটেনি এবং তারা সংঘর্ষের আশঙ্কা করছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বিজিবির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে তবে পুনরায় উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য দুই দেশের নাগরিকদের মধ্যে বোঝাপড়া ও সমঝোতা বৃদ্ধি করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.