
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তিনি।
এর আগে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণের পাশে লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে রাখার বিষয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ম্যুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না। সংবাদ সম্মেলনে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে ৫২, ৭১ এর সকল সত্য ইতিহাস অক্ষুন্ন রেখে কিছু অংশ ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে। সকল ইতিহাসকে বজায় রেখে অতিরঞ্জিত অংশ ঢাকার নির্দেশনা থাকলেও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ দেয়াল ঢেকে দেয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেও উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।
পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগে তোপের মুখে পড়ে এনসিপি। পরে তারা সেখান থেকে সড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংবাদ সম্মেলনের চেষ্টা করলে সেখানেও ছাত্র-জনতার তোপের মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুনর্বাসন করার সুযোগ নেই ছাত্রলীগ ও বিগত সরকারের কাউকে বলে জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।
তবে উপস্থিত ছাত্র-জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার নেতারা আগামী ২৪ ঘন্টার মধ্যে লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরালের অতিরঞ্জিত অংশ সড়িয়ে নিতে প্রশাসনের দৃষ্টি আহবান জানান।
উল্লেখ্য যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণের পাশে নির্মিত লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে রাখে জেলা প্রশাসন। এ ঘটনায় প্রতিবাদ জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাট। পরে বিবিসিসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।