
মো: শাহজামাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সোনাইকাজী গ্রামের ধরলা নদীর মাঝ খানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার ১১ টার দিকে এলাকাবাসী বালুর উপরে একটি হাত দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গেয়ে সম্পন্ন শরীর বালুর নিচে আর শুধু একটি হাত দেখে বুঝতে পারে মানুষে দেহ।
উপজেলা পুলিশ কর্মকর্তা মামুনুর রশীদ জানান ঘটনাটি সোনাইকাজী গ্রামের ধরলা ব্রীজ থেকে এক থেকে দের কিলোমিটার দক্ষিনে ধরলা নদীর মাঝখানে এক হাত বালুর উপরে আর বাকি শরীর বালুর নিচে পোতা দেখতে পেরেছি তবে এখনো সনাক্ত করতে পারি নাই সন্ধান চলছে। পুলিশ কর্মকর্তা জানান বিসয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।