
লালমনিরহাট প্রতিনিধি: প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখখারুল ইসলাম মজনু’র স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকাল ৫টায় লালমনিরহাটের টিএন্ডটি মোড়স্থ লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রেসক্লাব লালমনিরহাটের আয়োজনে এ স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য হাসান-উল-আজিজ, মোতাহার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম শাহীন, এস দিলীপ রায়, আহমেদুর রহমান মুকুল, মাজহারুল ইসলাম বিপু, এস আর শরিফুল ইসলাম রতন প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য আইয়ুব আলী বসুনিয়া। এ সময় প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য আব্দুর রব সুজন, মিলন পাটোয়ারী, আলতাফুর রহমান আলতাফ, আশরাফুল আলম দৌলত, আসাদুল ইসলাম সবুজ, রিয়াজুল ইসলাম, মোখলেছুর রহমান, এস কে শাহেদ, মোয়াজ্জেম হোসেন, আজিজুল ইসলাম, মাসুদ রানা রাশেদ, শাহজাহান সাজু, আশরাফুল ইসলাম দুলাল, জহির মাহমুদ, জামাল বাদশা, এ কে এম মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।