
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জু’মা লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানান। সরকারের কাছে তারা অবিলম্বে জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে এ আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার জোর দাবি করেন।
লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।