
শাহজামাল শাওন,কুড়িগ্রাম প্রতিনিধি : ফিলিস্তিনে উপর ইসরায়েলের হামলা ও ভারতে মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মার্চ শুক্রবার জুম্মার নামাজের ফুলবাড়ী উপজেলা মডেল মসজি থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাজার জিরোপয়েন্টে শেষ হয়।
এ সময় উপজেলা মডেল মসজিদ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ, ফুলবাড়ী কাছারী জামেমসজিদসহ আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লীগন উক্ত সমাবেশে যোগ দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা রাখেন ছাত্র নেতা আব্দুল হালিম রানা, বৈস্বাম্যবিরোধী আন্দোলনের ফুলবাড়ী উপজেলার অন্যতম মুখপাত্র সিদরাতুল ইসলাম সবুজ, লাভলু মিয়া প্রমূখ। তারা এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতে মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদ জানান । সরকারের কাছে তারা জোর দাবি করেন অবিলম্বে জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে এ আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হোক।
একই সাথে যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।