নোটিশ :
সারাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
টঙ্গীতে তামিরুল মিল্লাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল জামালপুরে ছেলের দায়ের কুপে মা খুন লালমনিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি কুড়িগ্রামেই সেরা, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডসিপ জেনারেল হাসপাতাল স্থাপন টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদলের সহ-সভাপতি আটক ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে বাকৃবিতে বর্ণিল চাঁদরাত উদযাপন লালমনিরহাটে তামাক চাষীদের নানা রকমের হয়রানি, মূল্য বৈষম্য, সিন্ডিকেটের প্রতিবাদে তামাক চাষী সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাটে সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন

নিরাপদ নদী, নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক পোস্টার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ইবি প্রতিনিধি: “আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০২৫” উপলক্ষে নিরাপদ নদী, নিরাপদ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক পোস্টার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর জীবন্ত সত্তা সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্বকে তুলে ধরা হয়েছে। ইনস্টিটিউশন অব ওয়েলবীইং বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় পোস্টারে নদী রক্ষার গুরুত্ব, পানি দূষণের ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও নদীর দুষণ রোধ এবং পরিষ্কার পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বুড়িগঙ্গা নদীর তীরে এ সচেতনতামূলক পোস্টার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ইনস্টিটিউশন অব ওয়েলবীইং বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার বরনী দালবত বলেন, প্রতিদিন হাজার হাজার টন কার্বন ডাই-অক্সাইড বায়ু মন্ডলে ছাড়ি তার একটি বড় অংশ নদী শোষণ করে এবং এই কার্বন ডাই-অক্সাইড সাগরে মিশে যাচ্ছে। আবার বিপরিতভাবে নদী কার্বন ডাই-অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে যার মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের একটি ভারসাম্য তৈরি হচ্ছে যা ফসল ফলানো, বায়ু মন্ডল শীতল করা এবং কার্বন চক্র ঠিক রাখতে ভূমিকা রাখছে।

এছাড়া নদী থেকে আমরা নানা ধরনের মাছ পাই। যার মাধ্যমে আমাদের প্রাণীজ আমিষের একটি বড় অংশ পূরণ হয়। অপরদিকে জলবায়ু বিপর্যয় প্রতিরোধে নদীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুপেয় পানি নিশ্চিত করতে, পানির স্তর ধরে রাখতে এবং বৃষ্টিপাত স্বাভাবিক রাখতে নদীর ভূমিকা আছে।

তিনি আরও বলেন, ঢাকার চারপাশে যে নদীগুলো আছে তা দখল, দূষণ ও ভরাটের কারণে সেগুলো আজ বিপন্ন। এই নদীগুলো দূষণের আরও একটি অন্যতম কারণ হল প্লাস্টিক বর্জ্য। প্রতিদিন নগরবাসী হাজার হাজার প্লাস্টিক বর্জ্য নানাভাবে নদীতে ফেলছে। এই দূষণ প্রতিরোধে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ প্রায় শতাধিক লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে এবং নদী রক্ষার জন্য সকলকে আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 saradeshpratidin.com
Design & Development By HosterCube Ltd.