অমিতাব বর্মন পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
সাংবাদিকতায় অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার বিশেষ ক্যাটাগরীতে এই প্রথম একজন বাংলাদেশী সাংবাদিক হিসেবে কেরামত উল্লাহ বিপ্লব কে 'গোল্ডেন রেসিডেন্সি' সম্মাননা দিয়েছে। দেশটি তাদের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে 'এক্সপার্ট জার্নালিস্ট' ক্যাটাগরির মর্যাদায় সম্মানটি দিয়েছে। গত ১৩ মার্চ দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে বিশেষ এই মর্যাদা দেয়। পীরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা সাংবাদিক বিপ্লব সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের মহাসচিব।
জানা গেছে, ভারতের অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের "গোল্ডেন রেসিডেন্সি" পেয়েছেন।আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা দিয়ে থাকে। দেশটিতে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যসহ নানান ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী "গোল্ডেন রেসিডেন্সি" পেয়েছেন। এটাকে গোল্ডেন ভিসাও বলা হয়। এটা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসুচি । এর বাহকরা দেশটিতে আলাদা মর্যাদা পান। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানান সুবিধা পান।
সুত্র জানায়, অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে কেরামত উল্লাহ বিপ্লবের সাংবাদিকতার বিষয়টিকে অনন্য বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল ওই সম্মাননা দেয়।
বাংলাদেশের জলবায়ু সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি জানান। তার প্রতিক্রিয়ায় বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে যারপর নাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার ঠিকানা, সবার আগে তার সম্মান । আমি বাংলাদেশী, এটাই আমার গর্ব। তিনি সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা উপজেলা সদরের প্রজাপাড়ার প্রয়াত রহিম উল্লাহ'র ২ ছেলের মধ্যে ছোট ছেলে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.