
শাহজামাল শাওন, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সদর দক্ষিণ শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ১৫ তারিখ) মোগলবাসা ইউনিয়ন পরিষদের মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
উক্ত কুরআন বিতরণ অনুষ্ঠান থানা সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রিফাত হাসান এর পরিচালনায় ৬০ জন সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ছাত্রশিবির জেলা বায়তুলমাল সম্পাদক মোতালেব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
পবিত্র মাহে রমাদান মাস কুরআন নাজিলের মাস,এমাসে আত্বগঠন করার জন্যে পবিত্র কুরআন অর্থসহ অধ্যায়ন করার কোনো বিকল্প নেই,
কুরআন এর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে জীবন পরিচালনা করলেই মুত্তাকী হওয়ার সুযোগ পাওয়া যাবে,
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন,প্রত্যেক শিক্ষার্থীকে জীবনে একবার হলেও অর্থসহ কুরআন শেষ করা প্রয়োজন।