
ওয়াসিফুর রহমান, কুষ্টিয়া: সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই টাকায় ইফতার বিতরণ করেছেন কুষ্টিয়া জেলার সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংঘ সংকল্প যুব সংগঠন। তাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।
সোমবার (৩ মার্চ) বিকালে ইসলামিয়া কলেজের সামনে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৭ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় সামাজিক ও সেচ্ছাসেবী কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই টাকায় ইফতার বিতরণের আয়োজন করেছি। এরই মাধ্যমে আমরা মানুষের মাঝে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দিতে চাই। স্বল্প খরচে ইফতার বিতরণ করে অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য সংগঠন ব্যক্তিদের অনুপ্রাণিত করতে পারে বলে মনেকরি।