
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাটের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা এড-হক কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, লালমনিরহাট সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ এনামুল হক খান। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার প্রমুখ। এ সময় ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ সভাপতি মোঃ আবুল কাশেম, পিটিএ কমিটির সভাপতি ঠাকুর দাস রায়সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।