
সোহেল রানা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী এই মেলায় বেশ কিছু স্টলে নানা ধরনের কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নুর আলম,রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান,উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন প্রমুখ।