লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে 'আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার' শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের সাপ্টীবাড়ী বিসিক শিল্প নগরীস্থ মোতাহার হিমাগার লিমিটেডে বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের পরিচালক ও কৃষক হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকছেদুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএসএ'র প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন বিসিএসএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ। সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন বিসিএসএ'র পরিচালক মোঃ গোলাম সারোয়ার রবিন, টোটাল হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিব ভূঞা, ফজল কোল্ড ষ্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুজ্জামান সোহাগ। কারিগরী সেশন পরিচালনা করেন বিসিএসএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (অবঃ) কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন, বিসিএসএ'র মেকানিক্যাল কাম রেফ্রিজারেশন প্রকৌশলী আবদুর রাজ্জাক মিয়া, বিপিসি'র উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, বিসিএসএ'র হিসাব রক্ষক মোহাম্মদ ইসলাম। এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন নেতৃবৃন্দসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, হিমাগারের সার্বিক ব্যবস্থাপনা, হিমাগারে আলু সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা, আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবহার, হিমাগারের ব্যবস্থাপনা ও রপ্তানী বিষয়ে আলোচনা, আলু চাষাবাদ পদ্ধতি ও ব্যবহার, আলুর পোকামাকড় ও রোগবালাই দমন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) সহ সার্বিক কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা, হিমায়নের ইতিহাস, হিমাগারে মেশিনারী সংরক্ষণ, ব্যবহার ও কার্যপ্রণালী, কর্মশালায় আলোচিত বিষয়ে অনুভূতি ব্যক্তকরণ, আলুর বহুমুখী ব্যবহার বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.