কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্য দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । এ ছাড়াও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পল্লব কুমার রায় (২০) কে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। উপজেলার আওয়ামী লীগের সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত নুরবক আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) ও গ্রেপ্তার পল্লব ওই এলাকার পরেশ চন্দ্র কুমার রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.