
শাহজামাল শাওন, কুড়িগ্রাম :কুড়িগ্রামে আজ ৭ ফেব্রুয়ারি’২০২৫ রোজ শুক্রবার বেলা ১০:৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা মজলিসে শূরার এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। প্রধান অতিথি মজলিসে শূরার অধিবেশনে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রাম জেলার ৪ টি নির্বাচনী আসনের মধ্যে ৩ টি আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা।
কুড়িগ্রাম ২ ( সদর- রাজারহাট- ফুলবাড়ী)
এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
কুড়িগ্রাম ৩ আসন:( উলিপুর)
সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুব আলম সালেহী Mahbub Salehi
কুড়িগ্রাম ৪ আসন:( রৌমারী- রাজীবপুর- চিলমারী)
মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশিষ্ট ব্যবসায়ী।
বাকী কুড়িগ্রাম – ১ আসন( নাগেশ্বরী – ভুরুঙ্গামারী) মাঠ পর্যায়ের মতামত /জরিপ চলছে, দ্রুত ঘোষণা হবে ইনশাআল্লাহ।