টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত নয়টার দিকে টঙ্গীর পাগাড় টেক পাড়া নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা জেলার সদরের ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া বাসার(মেসে) একটি কক্ষে বাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন দিনমজুর ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করেন নি । বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই ধারালো ছুরি দিয়ে বুকে,পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যায় ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক(২৯) পলাতক রয়েছেন।
সারোয়ারের বন্ধু পাবেল বলেন, ওমর ফারুকের কাছে সারোয়ার ১ হাজার টাকা পেতো।আজ আমাদের ঘুড়তে যাবার কথা ছিলো। তাই পাওনা টাকা চাইতে গেলে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সারোয়ার টঙ্গীতে একাই বাস করত বলে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.