
অমিতাব বর্মন, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘোষপুর গ্রামের পাথারে ৫০ একর জমিতে ব্রি-৭৫ জাতের ধানের চারা লাগানো হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, খামার বাড়ীর উপপরিচালক রিয়াজ উদ্দিন, রংপুর অঞ্চলের প্রশিক্ষণ অফিসার এনামুল হক, উপপরিচালক আফজাল হোসেন, উপজেলা কৃষি কমকর্তা সাদেকুজ্জামান সরকার, উপসহকারী কৃষি কমকর্তা স্বপন কুমার এবং কৃষক বেনজির হোসেন মন্ডল প্রমুখ।
কৃষিকে লাভজনক ও বানিজ্যিকীকরণের লক্ষ্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সমলয়ে কৃষি যন্ত্রের সাহায্যে একসাথে ৫০ একর জমিতে ব্রি-৭৫ জাত ধানের চারা রোপণ করা হয়। এতে কৃষকের চাষাবাদের খরচ কমবে এবং আর্থিকভাবে লাভবান হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে দু শতাধিক নারী-পুরুষ কৃষক উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, কৃষিকে শতভাগ যান্ত্রিকীকরণের লক্ষ্যে এবং কৃষি যন্ত্রপাতিকে কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সমলয়ে চাষাবাদ করা হচ্ছে। আগামীতে কৃষক সংকট দেখা দিতে পারে। তাই কৃষিকে যন্ত্রের মাধ্যমে আধুনিকায়ন করার চেষ্টা চলছে। #
অমিতাব বর্মন।
পীরগঞ্জ রংপুর।
০১৭১৮-৪৩২৯৩০।
২৭-০১-২০২৫ইং।