
আন্তর্জাতিক ডেস্ক :
আরও চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির সপ্তম দিন শনিবার (২৫ জানুয়ারি) গাজার ফিলিস্তিন স্কয়ারে তাদেরকে আন্তর্জাদিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে হসন্তান্তর হয়েছে। রেডক্রস তাদেরকে ইসরাইলি বাহিনীর কাছে পৌঁছে দেবে। খবর আল জাজিরার।
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে এই চার নারী সেনাকে মুক্তি দেয়া হল। মুক্তি পাওয়া এই চার নারী সেনা হলেন যথাক্রমে করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।
আল জাজিরা জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত চার নারী সেনা সুস্থ রয়েছে। মুক্তির সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ ছিল। তাদেরকে হাসিমুখে জনতার দিকে হাত নাড়তে দেখা যায় এবং তারা বিজয়সূচক চিহ্নও দেখিয়ে ছবিও তোলেন।
এই চার নারীর সেনার মুক্তির বিনিময়ে আজ শনিবারই ২০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল। এর মধ্যে ৭০ জনকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বাইরে মুক্তি দেয়া হবে।
বন্দি বিনিময় সম্পন্ন হলে গাজার নেটজারিম করিডোর থেকে সরে যাবে ইসরাইলি বাহিনী। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পথ সুগম হবে।
আল জাজিরা জানিয়েছে, উদ্বাস্তু ফিলিস্তিনিরা এরই মধ্যে তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং নেটজারিমের বাইরে লাইনে দাঁড়িয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে।
সুত্র: ডয়েচেভেলে।