
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যায়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি-সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সিনথীকে সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের ইসলাম লিয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এবিষয়ে নবগঠিত কমিটির সভাপতি সুমাইয়া আক্তার সিনথী বলেন, ’দিনাজপুর জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি পদ নয়, বরং দিনাজপুরের অসাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করা, সহযোগিতা করা এবং তাদের প্রতিনিধিত্ব করার একটি দায়িত্ব। আমাদের এই বন্ধনকে আরও শক্তিশালী করা, আমাদের সংস্কৃতিকে উদযাপন করা এবং উন্নয়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করতে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা ও মতামত আমাদের পথচলার পাথেয়। চলুন, একসাথে কিছু অসাধারণ সৃষ্টি করি।