
মো. তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা)
যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার লক্ষ্যে কুমিল্লার হোমনায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ ডিসেম্বর বিকেল ৩টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে মুখোমুখি হয় মনোয়ার সরকার ফুটবল একাডেমি এবং কুমিল্লা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
উত্তেজনাপূর্ণ ৯০ মিনিটের খেলায় টাইব্রেকারে মনোয়ার সরকার ফুটবল একাডেমিকে হারিয়ে কুমিল্লা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে শিরোপা লাভ করে।
প্রীতিম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মনোয়ার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন, ফুটবলার মো. হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, ক্রীড়া শিক্ষক মো. শরিফ সরকার, সাংবাদিক মোঃ কাশেম ভূইয়া, রুহুল আমিন জুয়েল, মোঃ তারিকুল ইসলাম (তারেক), মোঃ আলাউদ্দিন মিয়া এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান হাবিব এবং মেহেদী হাসান সম্রাট। ধারাভাষ্যে ছিলেন কথার যাদুকর কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।