বিনোদন ডেস্ক:
বিশ্বব্যাপী স্বনামধন্য সব আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রিমিয়ার শেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা 'প্রিয় মালতী'। সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে রয়েছে অনেক প্রত্যাশা। তবে মুক্তির আগে প্রচারণার কাজ চালাতে গিয়ে বিতর্কিত এক কান্ডে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
আজ (১৮ ডিসেম্বর) 'প্রিয় মালতী' মুক্তি পাবার মাত্র দু'দিন আগে সিনেমাটির প্রচারণায় বের হন মেহজাবীন। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিজের হাতে বিভিন্ন দেয়ালে 'প্রিয় মালতী'র পোস্টার লাগাতে দেখা যায় তাকে।
পোস্টার সাঁটানোর সময়ই বাঁধে বিপত্তি! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় । সেখানে দেখা যায়, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যার শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্তার লাগাচ্ছেন মেহজাবীন। এরপর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতির ওপরেও মেহজাবীন ও তার টিমকে পোস্টার লাগাতে দেখা গেছে।
ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া সেই ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মাঝে। সবার মুখে একটাই প্রশ্ন তার মত এত বড় একজন তারকা কিভাবে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে প্রচারণা করেন?
এই কর্মকান্ডের জন্য মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?
অভিনেত্রীর সমালোচনায় মোহাম্মদ কাফিল উদ্দিন নামের একজন লিখেছেন, গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর সাহস কোথায় পেয়েছেন, মেহজাবীন?
আফ্রিদি হাসান নামের একজন লিখেছেন, কার গ্রাফিতির উপর পোস্টার লাগিয়েছেন? খেয়াল করেছেন? একজন মেয়ে হয়েও নির্মমভাবে নিহত তনুর গ্রাফিতিতে নিজের সিনেমার পোস্টার লাগালেন! ধিক্কার জানাই আপনাদের মতো তারকাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ নিজ পোস্টের কমেন্টে লিখেছেন, 'টিএসসি তে আমরা এই পোস্টার ছিড়ব না মেহজাবীন চৌধুরী আপনি নিজে এসে এই পোস্টার ছিড়বেন।'
তবে এ বিষয়ে এখনো মেহজাবীন অথবা 'প্রিয় মালতী'র টিমের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.