
কুবি প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন “সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক” এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংগঠনটির সহ-সভাপতি সোহাগ মিয়ার সঞ্চালনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে সহ-সভাপতি সোহাগ মিয়া বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় আমি আনন্দিত। আশা করি, অতীতে ঘটে যাওয়া ছাত্র নির্যাতনের পুনরাবৃত্তি হবে না। আর যদি হয়ও, তখন সোচ্চার সঠিক বিচার দাবি করবে এবং পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে। আজকের এই আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে আমি মনে করি। সোচ্চার এর মধ্য দিয়ে মানবাধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছি।”
সভাপতি নাইমুর রহমান বলেন, “সোচ্চার একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন, যা ক্যাম্পাস নিয়ে কাজ করে। ক্যাম্পাসে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছে। বিগত স্বৈরাচার শাসনের সময় ক্যাম্পাসের হলগুলো টর্চার সেলে পরিণত হয়েছিল। সে নির্যাতনের গল্পগুলো সোচ্চার ডকুমেন্ট করবে এবং সুষ্ঠু বিচারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট জায়গায় প্রচেষ্টা চালাবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে দিকে সোচ্চার নজর রাখবে। আমরা অভিযোগগুলো নিয়ে অন্যান্য মানবাধিকার সংগঠনের সঙ্গে কোলাবোরেশন করব এবং আইনি প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে অ্যাডভোকেসি চালিয়ে যাব।”