টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ছাত্র আব্দুল্লাহ আল মামুনের পরিবার। হামলায় গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো মামুনের পরিবার অভিযোগ করেছে, মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে।
রবিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ আগস্টের ওই আন্দোলনে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে মামুনের চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের ভাষ্য, "মামুন হয়তো বেঁচে ফিরবে, কিন্তু পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে পারবে না।"
হামলায় জড়িতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হলেও মামলায় একজন কিশোর আসামীর নাম উল্লেখ করায় আসামিপক্ষ মামলাকে মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বাদীপক্ষের দাবি, ওই কিশোরসহ একাধিক আসামীর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তবে আসামিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মামলা দুর্বল করার চেষ্টা করছে।
ভুক্তভোগীর বাবা বলেন, "আমার ছেলের জীবন ধ্বংস হয়েছে। অথচ হামলাকারীরা পরিকল্পিতভাবে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা ন্যায়বিচার চাই।
পরিবার ও আন্দোলনকারীরা সকল দোষীদের দ্রুত গ্রেফতার এবং মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী জিয়াউল হাসান স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.