
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ডে বড় কান্দা প্রিমিয়ার লীগ (কেপিএল) ২০২৪-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বড় কান্দা ঈদগাহ মাঠে ডবল টিভি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের এই ফাইনালটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ ছাত্রনেতা ও উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ, হোমনার সভাপতি মোঃ সালেক কায়সার শান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ বায়েজীদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন মিয়া।
উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মোঃ বিল্লাল হোসেন (সহকারী শিক্ষক, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়), সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম মুন্না, মোঃ রুহুল আমিন জুয়েল, মোঃ তারিকুল ইসলাম (তারেক), মোঃ মেহেদী হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল ইসলাম স্পোর্টিং একাদশ ও ফ্রিডম ফাহিম একাদশের মধ্যে জমজমাট খেলা অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলাম স্পোর্টিং একাদশ প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৬০ রান সংগ্রহ করে। জবাবে ফ্রিডম ফাহিম একাদশ কোনো উইকেট না হারিয়ে ১০ উইকেটে জয়লাভ করে।
উক্ত খেলায় ধারাবর্ণনা করেন, অত্র অঞ্চলের প্রিয় ভাষ্যকার ও সাংবাদিক কবি দেলোয়ার যিনি কথার যাদুকর কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার নামে পরিচিত এবং আম্পিয়ারের দায়িত্বে ছিলেন, মোঃ সোহেল রানা এবং ইয়াছিন মিয়া।
ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ ফাইনালটিকে আরও বর্ণিল করে তোলে। এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া চর্চায় নতুন উদ্যম যোগ করেছে।