
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু কর্তৃক তিন সাংবাদিককে হেনস্তা ও অশালীন আচরণ করার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অবিলম্বে ওই কর্মকর্তার চাকরিচ্যুতি চাই দাবি করেছে উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সাংবাদিকবৃন্দ।