শেরপুরে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীকে আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন।
সোমবার বিকেলে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী শহরের মাধবপুরস্থ তার বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমান দলকে এগিয়ে নিতে আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। তার নির্দেশনায় আমি সবাইকে সাথে নিয়ে শেরপুর জেলার উন্নয়নে ও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাবো। দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.