লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পূজা পুণর্মিলনী ২০২৪ ও শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) লালমনিরহাটের মিশন মোড় ভোকেশনাল রোডস্থ নর্থ কিং রেষ্টুরেন্টে শ্রীশ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি মন্ডলীর সদস্য ও সভাপতি হীরালাল রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, শ্রীশ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটির কার্যকরী পরিষদের দুলাল চন্দ্র কর্মকার, সুবল চন্দ্র বর্মন, শিবেন্দ্র নাথ রায় শিবু, প্রদীপ চন্দ্র রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.