ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।তিনি আরো বলেন, “আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রবাস জীবনে হালাল রুজি অর্জনের পাশাপাশি আদর্শ মুসলিম পরিবার এবং সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর এক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা হলো ইসলামী আন্দোলনের প্রাণ। ইসলামে ইজম বা মনগড়া মতবাদের কোনো স্থান নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং কুরআন ও হাদীসই হলো তার একমাত্র মানদণ্ড।”
১৩ অক্টোবর রবিবার জাপানের নাগোয়া উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অীতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শহীদুল ইসলাম মল্লিক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপান-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.