ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিয়েছেন। এতে তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার বার্তা দেন এবং ইসরায়েলে ইরানের হামলার প্রশংস করে একে পুরোপুরি বৈধ বলে অভিহিত করেন।
তিনি বলেন, তারা যা করেছেন তা বিস্ময়কর অপরাধ করা ইসরায়েলের বিরুদ্ধে খুবই ‘নূন্যতম শাস্তি’। তিনি ইসরায়েল সরকারকে ‘রক্তচোষা’ শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে 'পাগলা কুকুর' বলে অভিহিত করেন।
ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘যে কোনও সংশ্লিষ্ট কর্তব্য’ শক্তি ও সাহসের সঙ্গে পালন করবে জানিয়ে খামেনি দুই বার জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রশ্নে ইরান কোনওকিছুতেই 'দ্বিধা' করবে না বা 'দীর্ঘসূত্রিতা' করবে না।
তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা মসজিদে খামেনি অনেক বছর পর জনসম্মুখে বিরল এই খুতবা দেন।
এর আগে সবশেষ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড এর জেনারেল কাশেম সোলেমানি হত্যার পর খামেনি শুক্রবারে জুমার খুতবা দিয়েছিলেন।
এবারের খুতবার শুরুতেই পারসি ভাষায় খামেনি পবিত্র গ্রন্থ কোরআনের নীতির ভিত্তিতে বিশ্বব্যাপী মুসলিমদের একতার ওপর জোর দেন। তিনি বলেন, ইরানের শত্রু ফিলিস্তিন রাষ্ট্র, লেবানন এবং অন্যান্য মুসলিম দেশগুলোর শত্রুর মতো একই।
ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার তিনদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা এই খুতবা দিলেন।
তাছাড়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার আব্বাস নিল ফরোউশান এবং তেহরানে গত জুলাইয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে ইসরায়েলে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলার তিনদিন পর খামেনি এই খুতবা দিলেন। সূত্র :রয়টার্স।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.