লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সাপ্তাহিক লালমনির কন্ঠ পত্রিকার নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট জেলা পরিষদ সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় রুম নং-১৮ এ সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার আয়োজনে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান (জিএস বাবু)-এঁর সভাপতিত্বে সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহির মাহমুদ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদ হোসেন। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোঃ আব্দুস ছালাম। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবুসহ লালমনিরহাট জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রকাশনার ১যুগ পেড়িয়ে সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকাটি আবারও নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছেন।