আব্দুল হালিম রানা :( ফুলবাড়ী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম বাসাতুল্লাহ ব্যাপারী স্মৃতি ফুটবল টুনার্মেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ আগষ্ট মরহুম বাসাতুল্লা ব্যাপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২/২৪, ফুলবাড়ি, কুড়িগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি উইনিয়নের চওড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, টুর্নামেন্ট উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মু. শাহ্জালাল সবুজ, আরো উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুর রহমান
মাস্টার বেলাল হোসেন,মাস্টার শামসুল হুদা বাবুল, রোকনুজ্জামান রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ি উপজেলা সমন্বয়ক জাকারিয়া, , ইঞ্জিনিয়ার এ কে এস কাজল, আব্দুর রাজ্জাক প্রমুখ।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাবেদ আলী আয়নাল (মাস্টার) ।
টুর্নামেন্টে সুন্দরবন স্পোর্টিং ক্লাব এবং ফ্রিল্যান্সিং স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে
উক্ত খেলায় উভয় দল কোনো গোল করতে না পারায় ম্যাসটি ড্রো হয়।
সম্পাদক : অ্যাডভোকেট খাজা ময়েনউদ্দিন চিশতি।
সহ-সম্পাদক: রোকনুজ্জমান রুবেল।
নির্বাহী সম্পাদক : শাহজামাল শাওন।
উপদেষ্টা : অ্যাডভোকেট নুরুল আমিন দুলাল,ব্যারিষ্টার রাজু মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আতাউর রহমান।
Address: ka-1/1(1st Floor),Jagannathpur,Bashundhara Road,Vatara 1229 Dhaka,Bangladesh
E-mail : sdpratidin@gmail.com
WhatsApp/Mobile : 01750848796
Design & Development By HosterCube Ltd.