খাজা ময়েনউদ্দিন চিশতি,কুড়িগ্রাম।
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুল হকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । ১৬ আগষ্ট (শুক্রবার) জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চর কাটগিরি গ্রামে নিহত রাশেদুল হকের বাড়িতে খোঁজ খবর নেওয়া ও আর্থিক সহযোগিতা করার জন্য আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহাকারী সেক্রেটারী, প্রার্থনা রাশেদুল হকের পরিবারের প্রতি গভীর সমবেদনা, কবর জিয়ারত এবং তার বাবার কাছে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কুড়িগ্রাম জামায়তের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে নুনখাওয়া কাটগিরি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশের মানুষ অবরুদ্ধ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তারা মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, তারা বাক-স্বাধীনতা ফিরে পেয়েছো। ছাত্ররা এই স্বৈরাচারীর বিরুদ্ধে এই জালিমের বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আওয়াজ চলে এসেছে রংপুরে এবং সিংহের মতো লাঠি হাতে দাঁড়িয়ে ছিল বুলেটের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী যুবক আবু সাঈদ। আবু সাঈদের কারণে রংপুর আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের কাছে গর্বিত। বাংলাদেশ এবং রংপুর বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই বৈষম্যের বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কারণে। আজকে কুড়িগ্রামের রাশিদুল হকের পিতা এক রাশিদুলকে হারিয়েছে ঠিকই কিন্তু হাজার হাজার রাশিদুল জন্ম গ্রহণ করেছে। শহীদ রাশেদুল ইসলাম শুধু কুড়িগ্রামের সন্তান নয় সে বাংলাদেশের বীর সন্তান। শহীদ রাশেদুল হক জীবন দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহজালাল সবুজ ,জেলা প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য জহুরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিহত রাশিদুল হক রাজধানীর শনির আখড়ায় গার্মেন্টসে কর্মরত ছিলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শাহাদাত বরণ করেন। ছাত্র আন্দোলনে নিহত রাশেদুল হকের পরিবারকে জামায়াতের ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।